বিশেষ প্রতিনিধি: ১৯৮৫ সালের দিকে নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকও ছিলেন মঞ্জু।
সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম মঞ্জু ১৯৮৮ সালে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এরপর ১৯৯৩ সালে মহানগরের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে আহ্বায়ক এবং ওই বছরেই সভাপতি হন তিনি। নজরুল ইসলাম মঞ্জু এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের রাজপথের সক্রিয় কর্মী ছিলেন।
একজন প্রবীন নেতার ভাষ্যে– ‘ওয়ান-ইলেভেনের মতো কঠিন সময়ে যারা দলের সংস্কারপন্থি ছিল, যাদের কারণে খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে, তারেক রহমানকে জেলে যেতে হয়েছে, তাদের তো দলে ফেরানো হয়েছে। তাহলে এখন যারা সংগ্রাম করছে, তাদের কেন বাইরে রাখতে হবে। বিএনপি থেকে কেউ অসম্মানিত হয়ে, অবহেলার শিকার বা অমর্যাদার শিকার হয়ে যেন না যায়, সেদিকে শীর্ষ নেতৃত্বকে নজর দিতে হবে।’এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখতে হবে। বিএনপি ক্ষমতার নিয়ামক শক্তি। তিনবার দেশ শাসন করেছে, আগামী দিনেও করবে।’ তাই সব দিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, দলের শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়ে দলের কেন্দ্রীয় একাধিক নেতা মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছিল।যা ছিলো ভুল সিদ্ধান্ত। এখন ভুল শুধরে নেয়ার সঠিক সময়।