“লাড়া দে” আবার সক্রিয় — বিতর্কের কেন্দ্রে বাগছাস নেতা মারুফ হোসেন প্রান্ত

প্রকাশঃ ২০২৫-১০-২২ - ১৭:২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে এক সময়ের ভয়ঙ্কর কিশোর গ্যাং “লাড়া দে” আবারও সক্রিয় হয়েছে— এমন অভিযোগে আলোচনায় এসেছে সংগঠনটির পুরনো সদস্যরা। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন প্রান্ত ও তার ঘনিষ্ঠ সহযোগী সাকিফ আহমেদ খান–এর নাম এই পুনরুত্থানের সঙ্গে জড়িয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রান্ত ও সাকিফ সম্প্রতি “লাড়া দে”র পুরনো সদস্যদের একত্রিত করার উদ্যোগ নিয়েছেন। গ্যাংটির সাবেক লিডার চকোলেট রাশেদ ও তার সহযোগী মারুফকে ঘিরে পুনরায় সংগঠিত হচ্ছে গ্যাংটি। গোপন বৈঠক, স্থানীয় কিশোরদের সঙ্গে মিটিং, এমনকি রাজনৈতিক ছত্রছায়ায় কার্যক্রম চালানোর অভিযোগও উঠেছে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,  “আগে শান্ত ছিল এলাকা। এখন আবার আগের ছেলেগুলোর আনাগোনা শুরু হয়েছে। রাজনৈতিক আশ্রয় না থাকলে এরা এত সহজে আবার সক্রিয় হতে পারত না।”

 

এ বিষয়ে মারুফ হোসেন প্রান্ত বলেন,  “মোহাম্মদপুরে ‘লাড়া দে’ নামে কোনো কিশোর গ্যাং এখন সক্রিয় নয়। পূর্বে যারা ভুল করেছে, তারা এখন পরিবর্তনের পথে। আমি বরং কাজ করছি যাতে এই তরুণরা সমাজের মূলধারায় ফিরে আসতে পারে।”

 

তিনি আরও বলেন,  “কে কোথায় কী করেছে, তার দায় আমি নিতে পারি না। যদি প্রমাণ হয় আমার সহযোগিতায় কোনো অপরাধ ঘটছে, আমি রাজনীতি ছেড়ে দেবো।”

 

অভিযোগে নাম আসা সাকিফ আহমেদ খান বলেন, “এটি নিঃসন্দেহে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা বরং কিশোর গ্যাংদের অপরাধ থেকে দূরে রেখে কর্মসংস্থানের পথে আনতে কাজ করছি।”

 

স্থানীয়দের একাংশ বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে কিশোর গ্যাংগুলো বারবার ফিরে আসে। পুলিশের তৎপরতা থাকলেও কিছু সংগঠন তাদের ছায়া দিয়ে টিকিয়ে রাখছে।