সাঁথিয়া(পাবনা) : পাবনার সাঁথিয়ায় ধারালো অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মেয়াপুর নতুনপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে উজ্জল হোসেন (৩০) ও মৃত জিন্দার আলীর ছেলে মোক্তার হোসেন (৪৩)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ গভীর রাতে উপজেলার ধাতালপুর গ্রামের মৃত হাজী বেলাল হোসেনের ছেলে আবু বক্কারের বাড়িতে উজ্জল হোসেন ও মোক্তার হোসেন ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে উজ্জল হোসেনকে আটক করে মারপিট করতে থাকলে মোক্তার হোসেন ২টি চাপতি নিয়ে প্রবেশ করে। মোক্তারকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে স্থানীয়রা সাঁথিয়া পুলিশে খবর দিলে উজ্জল ও মোক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ২টি ধারালো চাপতি উদ্ধার করা হয়।
এ ব্যাপরে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম জানান, উজ্জল ও মোক্তার মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। ইতিপুর্বে উজ্জল হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। জামিনে এসে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে।