আটোয়ারীতে ডিজিটাল নিরাপত্ত্বা আইনে যুবক আটক

প্রকাশঃ ২০২০-০৬-২৪ - ২৩:১৮

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে ডিজিটাল নিরাপত্ত্বা আইনে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম খন্দকার মোস্তাক আহাম্মেদ (২০)। আটক যুবক উপজেলার থানা মসজিদ সংলগ্ন জনৈক খন্দকার আবুল কাশেমের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে কটুক্তি করা সহ রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে ২৩ জুন দিবাগত রাতে আটোয়ারী থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্ত্বা আইনের ২১(২), ২৫(২), ২৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৫, তারিখ-২৪ জুন ২০২০ খ্রি:। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম বলেন, তার নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মামলা দায়ের করেছেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ডিজিটাল নিরাপত্ত্বা আইনে মামলা দায়ের সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিৎ করেন।