দাকোপে আবুল খায়ের ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরন

প্রকাশঃ ২০২০-০৬-২৪ - ২৩:৫০

আজগর হোসেন ছাব্বির : প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী মহামারী করোনার মাঝে উপকুলিয় উপজেলা দাকোপের সুতারখালী ইউনিয়নে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ মাদ্রাসা ও হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে এই টিউবওয়েল বিতরন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি আঃ সাত্তার গাজী উপস্থিত ছিলেন। ইউনিয়নে এ পর্যন্ত ৮০ টি টিউবওয়েল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ টি অজুখানা নির্মান করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর পানির সংকট নিরসনে প্রতিষ্ঠানটি সহযোগীতার এ ধারা অব্যহত রাখবে বলে জানা গেছে।