মনোজ রায়, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় এক আজ্ঞাতনামা মহিলাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬মে) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকার দুই মহিলা গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ওই মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনৈক মহিলার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। এব্যাপারে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির জানান, জ্ঞানহীণ মহিলাটির শারীরিক অবস্থা আশংকাজনক। বিশেষত উনার কান দিয়ে রক্ত বেরুচ্ছে এবং বমি করেছিল। গোবিন্দপুর এলাকার জনৈক ধনবর আলীর স্ত্রী সুফিয়া বেগম ও শরিফুল ইসলামের স্ত্রী তোহুরা বেগম জানান, অটো ভ্যান যোগে আটোয়ারী থেকে রুহিয়া অভিমূখে ওই মহিলা যাচ্ছিলেন। হটাৎ একটি ছাগল রাস্তা পার হলে দুর্ঘটনায় পড়েন মহিলাটি। আশ্চর্য্যের বিষয় ভ্যানচালক তাকে উদ্ধার না করে দ্রুত পালিয়ে যান। মহিলার বয়স আনুমানিক ৪২-৪৫ বছর হতে পারে। যদি কেউ মহিলাটিকে চিনতে পাড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।