স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় থানা পুলিশ অস্ত্র-গুলি সহ আসিফ ইকবাল (১৯) নামে এক যুবককে আটক করেছেন। সে উপজেলার আলমতলা গ্রামের বরকত সরদারের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসিফের দেয়া তথ্য মতে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে আলমতলাস্থ ইব্রাহীম গার্ডেনের ঝোপের মধ্যে থেকে এক নলা সচল বিদেশী ১টি বন্ধুক ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
থানা পুলিশের এসআই মহিউদ্দীন আহম্মদ জানান, ২৬ জুন বিকেলে আলমতলা চর মসজিদ মোড়ে চেক পোষ্ট ডিউটি কালে কয়েক যুবকের চলাফেরায় সন্দেহ হলে এদের মধ্যে থেকে আসিফকে আটক করা হলেও অন্যরা দ্রুত সরে পড়ে। পরে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদে আসিফ অস্ত্র-গুলির সন্ধান দিয়ে অন্য সঙ্গী শাওন (২১), পিতা মান্নান সাং কেওড়াতলা, বাদশা (২০) পিতা মোমিন সাং আলমতলা, রহিম(২২) পিতা নুরআলী সাং লস্কর সহ এদের নাম ঠিকানা জানায়। ওসি এমদাদুল হক শেখ বলেন, আসিফের তথ্য মতে ওই দিন সন্ধ্যার পর ইব্রাহীম গার্ডেনের ঝোপের মধ্য থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তিনি আরোও জানান, এ চক্রটি এলাকায় বেশ কিছু দিন ধরে চুরি-ছিনতাই ও নানা অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্ত ছিল। এ ঘটনায় এসআই মহিউদ্দীন আহম্মদ বাদী হয়ে আটক আসিফ সহ পালাতক শাওন, বাদশা রহিমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ৩১।