মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন ধামোর ইউনিয়ন পরিষদের আওতায় উপকারভোগী নারী-পুরুষদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬জুলাই) সকালে ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলালের
আয়োজনে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান উপকারভোগী দুই শত এক জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দেন।