বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বটিয়াঘাটা অফিস প্রধান, ইষ্ট- ওয়েষ্ট মিডিয়া গ্রুপের খুলনা জেলার কমার্শিয়াল এক্সিকিউটিভ প্রতাপ ঘোষের শ্বশুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী চয়ন বিশ্বাস ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস এবং কেএমপির ট্রাফিক ইনেস্পেক্টর সুমন বিশ্বাসের পিতা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বিধান বিশ্বাস বেশ কিছুদিন ধরে মহানগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁর আশু আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব ও কর্মকর্তাবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম,উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানার ওসি মোঃ রবিউল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার দৈনিক খুলনাঞ্চল ও দৈনিক ভোরের কাগজ) , কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (সময়ের খবর),উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি আলহাজ্ব মামুন আল হাসান নাজু, শিল্পপতি আলহাজ্ব মোতাহার রহমান শিমু,আইন উপদেষ্টা এপিপি এ্যাড. সন্জয় পাল ও এ্যাড. অনাদী মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস দৈনিক অনির্বাণ ও বাংলার খবর) ,সহ-সভাপতি পরিতোষ রায় (দক্ষিণাঞ্চল প্রতিদিন),সহ-সভাপতি এস, এস, এ ভূট্রো ( দৈনিক অনির্বান), যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়( খুলনা টাইমস ও দৈনিক খবর), সাংবাদিক বুদ্ধদেব মন্ডল (দৈনিক প্রবাহ),সাংবাদিক শাওন হাওলাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক প্রবর্তন),সাংবাদিক আহসান কবির (দৈনিক সংযোগ বাংলাদেশ ও দৈনিক লোকসমাজ),সাংবাদিক নিখিলেশ গাইন ( দৈনিক দেশ সংযোগ), নিতীশ বাছাড় ( দৈনিক স্পন্দন), শাহীন বিশ্বাস ( দৈনিক নওয়াপাড়া), সাংবাদিক রিপন রায় দৈনিক পাঠকের পত্রিকা),সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক (ইউনিক নিউজ টুয়েন্টি ফোর ডট কম) প্রমূখ।