কালিয়া প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার টোনা গ্রামে ২৪শে জানুয়ারী শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সাকিব মোল্লার সাথে রবি মৃধার কথা-কাটাকাটি হয় স্থানীয়দের মাধ্যমে মিমাংসা হলেও পরবর্তীতে রবি মৃধা,মিঠু মৃধা,রিন্টু মৃধা, মাফুজ মৃধা, মাহামুদ মৃধা, জেসমিন বেগম দুপুর ২টায় মোঃ সাকিব মোল্যার বাড়ির সামনে অবস্থান নেয়, শুক্রবার জুম্মার নামাজ পড়ে সাকিব মোল্লা বাড়িতে ফেরার সময় বিবাদীগণ পূর্ব থেকে ওৎ পেতে থেকে পরিকল্পিত ভাবে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রে দিয়ে অতর্কিত ভাবে হামলা করে। এ সময় সাকিব চিৎকার করে উঠলে বাড়ি থেকে তার মা সাবিনা বেগম তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে অতঃপর তাকেও কুপিয়ে আহত করে ফেলে চলে যায়, আহত সাকিব মোল্লা টোনা গ্রামের ওমর মোল্লার ছেলে।
আহত মা ও ছেলেকে প্রথমে উপজেলা কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করেন। অভিযোগের বিষয়ে নড়াগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ আশ্বাস দেন।