পাইকগাছায় চিংড়ি ঘের মালিককে মাথায় ফাটিয়ে জখম

প্রকাশঃ ২০১৮-০৪-২৮ - ১৫:৪০

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সাহাবুদ্দিন গাইন (২৯) নামে এক চিংড়ি ঘের মালিকের মাথা ফাটিয়ে যখম করার অভিযোগ অপর ঘের মালিক মসজিদের ইমাম হাফিজ সরদারের বিরুদ্ধে। হাফিজ দেবদুয়ার গ্রামের কপিল সরদারে পুত্র। এ ঘটনাটি শুক্রবার রাত ৯টার দিকে দেবদুয়ার শাহাপাড়াস্থ আহত সাহাবুদ্দিনের চিংড়ি ঘেরে। জানা যায়, উপজেলার শাহাপাড়া গ্রামে জনৈক মফিজুল ইসলামের নিকট থেকে লীজ ডিড মোতাবেক সাহাবুদ্দীন পাশেই দীর্ঘদিন ধরেই মৎস্য চাষ করে আসছে। শুক্রবার রাতে হাফিজ তার ভাই মফিজুলের জমি নাই বলে দাবী করে সাহাবুদ্দীনের ঘেরে মাছ মারতে থাকে। শাহাবুদ্দীন এর প্রতিবাদ করলে হাফিজ তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ডাঃ প্রশান্ত মন্ডল শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠিয়েছেন। আহতের পারিবারিক সুত্র জানিয়েছেন, ঘটনার রাতে হাফিজ সরদার সাহাবুদ্দিনের ঘেরে মাছ ধরা আটন ঝাড়ছিল। একপর্যায়ে হাফিজ ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে শাহাবুদ্দিন রক্তাক্ত জখম হয়। তার মাথায় ডাক্তার ১২টি সেলাই দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।