যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ছিনতাইকারীদল ব্যবসায়ী আজাদুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে এবং নগদ অর্থ ছিনতাই করে নিয়ে গেছে।
স্থানীয় মধুপুর বাজারে “মায়ের দোয়া” ব্যবসা প্রতিষ্ঠানের আজাদুল ইসলাম (৪৮) পেশায় একজন মুদি,বিকাশ ও নগদ এজেন্ট ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মৃত হকের বাড়ির সামনে পৌঁছালে,একটি মোটরসাইকেলযোগে আসা কয়েকজন ছিনতাইকারি তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী আজাদুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং দ্রুত পালিয়ে যায়।
তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত আজাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আজাদুল ইসলামের আত্মীয়র বরাত দিয়ে সাংবাদিকরা জেনেছেন তিনি সংকট পণ্য অবস্থায় রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বিষয়ে যশোরের মনিরামপুর থানার পুলিশ সাংবাদিকদের বলেছেন ,এমন একটি ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ছিনতাইকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।