খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

প্রকাশঃ ২০২০-০৬-২৯ - ১৮:০১

বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে ৫ শ’ গ্রাম গাঁজা, ১০ (দশ) পিচ ইয়াবাসহ ও ডিজিটাল ওজন মাপার মেশিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল দিঘলিয়া থানাধীন পানিগাতি গ্রামস্থ জনৈক আকরাম বিশ্বাস এর বাড়ীর সামনে ও তার বাড়ী থেকে আসামি ১। মোঃ রাশেদ হাওলাদার (১৮), পিতা- শাহ আলম হাওলাদার, মাতা-সুমি বেগম, সাং-বাতিভিটা, প্রযন্তে মামা বাদশা গাজী, পিতা-অলিয়ার রহমান এবং ২। মিসেস চায়না (৪৪), স্বামী- আকরাম বিশ্বাস, উভয়সাং-পানিগাতি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়ের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি ডিজিটাল ওজন মাপার মেশিন উদ্ধার পূর্বক ২৮/০৬/২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উল্লেখ্য যে, আসামি মোঃ রাশেদ হাওলাদার (১৮) এর বিরুদ্ধে মাদক আইনে ৩/৪ টি মামলা রয়েছে এবং আসামি মিসেস চায়না বেগম এর বিরুদ্ধে মাদক আইনে ৪/৫ টি মামলা রয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। খুলনা জেলার দিঘলিয়া থানা সহ আশপাশ থানা এলাকায় মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে বিক্রয় করিয়া থাকে। তাদের মাদক ব্যবসায়ী চক্রের সাথে আরো অনেকে যুক্ত আছে। আসামি রাশেদ হাওলাদার ও মিসেস চায়নাদের সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ রাজিউল আমিন বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।