ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে অজ্ঞাত কারণে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। থানা পুলিশ সোমবার সকালে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রামের তপন মন্ডলের মেয়ে প্রিয়া মন্ডল (১৮) অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সে কৈয়া শহীদ আবুল কাশেম কলেজের একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থী। প্রিয়া রোববার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। পরদিন সোমবার সকাল ৯টার দিকে তার উঠতে দেরি দেখে মা দিপালি রানি তাকে ডাকাডাকি করতে থাকে। তখন তার কোন সাড়া না পেয়ে মা চিৎকার দিলে পাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রিয়া’কে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে প্রিয়ার কাকা পবন মন্ডল জানান, ভাইজি প্রিয়া কি কারণে আত্নহত্যা করেছে তা বোঝা যাচ্ছে না। বাড়ির কারো সাথে তেমন কোন ঝগড়া বিবাদও হয়নি। ডুমুরিয়া থানার এস আই হামিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়না তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।