বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা রুপালী ব্যাংক লিমিটেড শাখা এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১২ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, অধ্যক্ষ অমিতেষ দাশ ও আরিফুর রহমান স্বপন,ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,রুপালী ব্যাংক লিমিটেডের উপজেলা ব্যবস্হাপক এসপিও পরেশ চন্দ্র মন্ডল,বীরমুক্তিযোদ্ধা অবঃব্যাঙ্কার কার্তিক বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস, শিক্ষকনেতা আওছাফুর রহমান প্রমূখ।