বটিয়াঘাটায় ইউপি সদস্যের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

প্রকাশঃ ২০১৮-০১-০৯ - ১৪:২৮

বটিয়াঘাটা প্রতিনিধি: উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্যের ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছ নিধন বরেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে টালিয়ামারা গ্রামে তার বাড়ি সংলগ্ন ঘেরের মধ্যে গলদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য সাদা মাছ মরে ভেসে ওঠে। ইউপি সদস্য বেনজির আহমেদ জানান, ঘেরে ৬ হাজার পিস গলদা ও সাড়ে পাঁচ মন বিভিন্ন প্রজাতির সাদা মাছ দেয়া ছিল। সোমবার দিনগত রাতের যে কোন সময়ে বিষ প্রয়োগ করা হয়। তার সুনাম ও আর্থিক ক্ষতির জন্য প্রতিপক্ষ এ ধরণের ঘটনা ঘটাতে পারে। পূর্বে তারা টালিয়ামারা স্কুল মাঠ থেকে বালি চুরি করে বেনজির আহমেদকে ফাঁসাতে চেয়ে ছিল। তার সততা এবং জনপ্রিয়তার কারণে সে যাত্রা রক্ষা পায়। দুর্বৃত্তরা তাকে বিভিন্ন ভাবে হেনস্থা এবং জান মালের ক্ষতি করার জন্য বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই ওঁৎ পেতে আছে। তিনি এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।