ইমতিয়াজ উদ্দিন কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যগে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৯ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তিতা করেন অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়, অদ্যক্ষ আঃ মাজেদ, প্রধান শিক্ষক উৎপল কুমার সানা, মোঃ খায়রুল আলম, মোহাঃ হুমায়ুন কবির, মোঃ আমির আলী সরদার, সুজিত কুমার রায়, জতীসস্বর ঢালী, মোঃ আওলাদ হোসেন, পারভিন আক্তার প্রমুখ। বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার মাধ্যমে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।