ডুমুরিয়ায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের স্মারক লিপি প্রদান         

প্রকাশঃ ২০১৮-০১-০৯ - ২০:৩২

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি :  শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ,বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতা বর্ধিত সহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডুমুরিয়ায় মানব বন্ধন ও প্রধানমন্ত্রী  বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিক্ষক- কর্মচারী  সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান মন্ত্রী বরাবর ১১ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। এর আগে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচী চলা কালে সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যাপক র›জন কুমার তরফদারের সভাপতিত্বে বিভিন্ন দাবী ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্যদেন সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির শেখ, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,অধ্যাপক খান আমিনুল ইসলাম,সুকুমার র›জন বৈরাগী,মোঃ ওলিয়ার রহমান,কার্তিক চন্দ্র দাস,চায়না রায়,নমিতা মন্ডল,স›চয় কান্তি হালদার,আব্দুল জলিল মোল্যা,র›জন কুমার জোদ্দার,অবনী মন্ডল,নিশীত কুমার মন্ডল,জয়ন্ত কুমার দে,সুকেশ চন্দ্র ফৌজদার,ইসরাইল সরদার সহ অন্যান শিক্ষক- কর্মচারী বৃন্দ।