কয়রায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০১-১১ - ১৫:২৮

ইমতিয়াজ উদ্দিন,কয়রা(খুলনা): ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোাগানকে সামনে রেখে সরকারের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো কয়রায়ও শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। বৃহষ্পতিবার সকাল ১০ টায় পরিষদ মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা । এর আগে মেলা উপলক্ষে কয়রার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডঃ কেরামত আলী,উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন,উন্নয়ন মেলার অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেলায় উপস্থিত হয়ে উন্নয়নে তার প্রাপ্তিটা বুঝে নেবে। সে জানবে দেশের উন্নয়ন হলে তার কতটুকু লাভ। এছাড়া একই প¬াটফর্মে বিভিন্ন দপ্তর তাদের সেবার নমুনা তুলে ধরে গণসচেতনতা সৃষ্টির সুযোগ পাবে। মানুষ অধিকার সম্পর্কে সচেতন হবে। সরকারের সাথে জনগণের সমন্বয়ের মাধ্যমে এতদঞ্চলে শিল্প বিকাশের সুযোগ সৃষ্টি হবে। তিনি সরকারের উন্নয়নের বহুমূখী কার্যক্রমের মধ্যে উলে¬খযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় উপজেলা প্রশাসনের স্টলের সাথে মুক্তিযোদ্ধা কর্ণারসহ সরকারী-বেসরকারী মিলিয়ে মোট ৪০ টি স্টল অংশ গ্রহণ করেছে। উন্নয়ন মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।