রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ-কাঁচপুর শিল্পাঞ্চল এলাকা থেকে ৭০ কেজী গাঁজাসহ মোতাহার হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ-কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোতাহার হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার রসুলপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম জানান, কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যানে করে ৩৯ প্যাকেটে ৭০ কেজী গাঁজা হযরত শাহজাহাল বিমানবন্দর এলাকায় যাচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। গাঁজাবাহী পিকআপ ভ্যানটি রূপগঞ্জ-কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় আসামাত্র আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ কেজী উদ্ধারসহ বিক্রেতা মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়।