ইমতিয়াজ উদ্দিন, কয়রা : কয়রায় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে মেলা প্রাঙ্গনে। এবারের মেলায় সরকারী-বেসরকারী ৪০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে রীতিমত প্রতিযোগিতায় নেমেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। মেলার শেষ দিন প্রতিষ্ঠান গুলির কর্মকান্ড পর্যালোচনা করে নীতি নির্ধারকরা ঘোষনা দিবেন বিজয়ী তিনটি প্রতিষ্ঠানের নাম। সরেজমিনে গতকাল শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা গেছে, মেলার প্রবেশ পথের বাম দিকে এলজিইডি তাদের ষ্টলে বিভিন্ন নির্মান সামগ্রি, ব্রিজ ও রাস্তা নির্মান করে দর্শনার্থীদের নজর কেড়েছে। এছাড়া উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কর্ণার, প্রকল্প বাস্তবায়ন অফিস, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, স্বাস্থ বিভাগ, মৎস অফিস, কৃষি অফিস, হিসাব রক্ষন অফিস, পল্লী দারিদ্র বিমোচন অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, ইসলামিক ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, সমবায় অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, সেটেলমেন্ট অফিস, একটি বাড়ি একটি খামার, উপজেলা নির্বাচন অফিস, ভূমি অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, বন বিভাগ তাদের দপ্তরের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন। এরমধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ষ্টলের সামনে সমন্বিত মৎস চাষের বাস্তব চিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ষ্টলের সামনে আশ্রায়ন প্রকল্পের ঘর ও মৎস অফিসের মাছ, কাকড়া এবং কুচিয়া চাষের পদ্ধতি দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। এছাড়া স্বাস্থ বিভাগ নিরোবিছিন্ন ভাবে তাদের স্বাস্থ সেবা অব্যাহত রেখেছে। মেলার দিতীয় দিন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা মেলার ষ্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।