ফুলবাড়ীতে শেষ হলো উন্নয়ন মেলা

প্রকাশঃ ২০১৮-০১-১৩ - ১৫:১৮

মেহেদী হাসান উজ্জল (ফুলবাড়ী) দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে পুরস্কার বিতরনী ও স্বাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো উন্নয়ন মেলা ।

“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাষনের আয়োজনে গত ১১ থেকে শুরু করে-১৩ জানুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী। পরে উপজেলা শিল্পকলা একাডেমী’র পরিবেশনায় এক মনঙ্গ স্বংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্, সধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীবসহ রাজনৈাইতিক নেতৃবিন্দ ও উপজেলার সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ।