দাকোপ, খুলনা: দাকোপের কৈলাশগনজ চড়ানদী নামমাত্র খননে বৃক্ষনিধন,অর্থ আত্মসাৎ সহ ব্যাপক অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে।৪নং কৈলাশগন্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মলিনা জোয়াদ্দার,ইউপি সদস্য অমরেন্দ্রনাথ গাইন,রুপক রায়,রবীন্দ্রনাথ মন্ডল,বিষনু পদ মিস্ত্রি,কনিকা মিস্ত্রী,গাজী ফয়সাল আলম,সিন্ধু শেখর রায় সহ এলাকার শত শত লোকের সাক্ষরিত জেলা প্রশাসক বরাবর দায়েরকৃত অভিযোগে জানা গেছে,২০১৫/১৬ সাল অর্থবছরে ক্ষুদ্র পানি সেচ প্রকল্পের আওতায় এলজিইডি কতৃক প্রণীত কমিটি ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল এর তত্ত্বাবধানে নাম মাত্্র খনন হয় এবং এতে ব্যাপক অর্থ আত্মসাত হয় ।পরবর্তী ২০১৬/১৭ অর্থবছরে একই নদী চীনা কন্ট্রাকটারের এলাকার শ্রমিকদের নিয়ে সঠিকভাবে কাজ চলাকালিন চেয়ারম্যান মিহির মন্ডল শ্রমিকদের হটিয়েদিয়ে নিজ দায়িত্বে ব্যাপক বৃক্ষনিধনের মধ্য দিয়ে এ্যাকসাভেটরের মাধ্যমে ৩কি;মি; কাজ করতেই বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায়।উল্লেখ্য গতবার চেয়ারম্যান যে অংশে কাজ করেছিল সে অংশের বিভিন্ন এলাকায় বর্তমানে ভাংগন ও ফাঁটল দেখা দিয়েছে। এদিকে চেয়ারম্যান ওই নদীর খননের বাকি অংশ করার জন্য বর্তমানে জোর তৎপরতা চালাচ্ছে বলে জনপ্রতিনিধিরা জানান। এমতঅবস্হায় চেয়ারম্যান যাতে কোনভাবেই জনগনকে বাদ রেখে নিজ স্বার্থে কাজ না করাতে পারে তার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদনের মাধ্যমে জোর দাবী জানিছেন।