রবিউল ইসলাম মিটু,যশোর : শিক্ষা ব্যবস্হা জাতীয়করণ সহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি যশোর জেলা শাখা রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মাবনবন্ধন কর্মসূচি পালন করেছে। এতে সদরের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্হিত ছিলেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির যশোর জেলা সমন্বয়কারী আব্দুল মজিদ, সদস্য সচিব আব্দুল গফুর, শিক্ষক নেতা সিরাজুল ইসলাম, এমদাদ হোসেন, শওকত আলী,আব্দুল লতিফ,আবদুস সামাদ, শাহ-আলম, মোশারফ হোসেন প্রমুখ। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ।