যশোর বিমান বন্দরে বিমান দুর্ঘটনার কবলে

প্রকাশঃ ২০১৮-০১-১৬ - ২০:১২

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে একটি কার্গো বিমান ল্যান্ডিংয়ের পরে রানওয়ে থেকে সামান্য নিচে নেমে গেছে। তবে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিভিল এভিয়েশনের একজন কর্মী জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি কার্গো বিমান (ফিস ক্যারিয়ার) যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি পার্কিংয়ের সময় বামপাশের চাকা সামান্য নিচে নেমে যায়।  বিকেল পৌনে চারটার সময় কার্গো বিমানটি সেখানেই ছিল।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, ‘ল্যান্ডিংয়ের পর অ্যাপ্রনের দিকে যাওয়ার সময় কার্গোর এক পাশের চাকা সামান্য নিচে নেমে যায়। তবে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’