রবিউল ইসলাম মিটু, যশোর : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর আয়োজনে জেলা সমাবেশ-২০১৮ বুধবার সকালে যশোর জিলা স্কুল অডিটরিমে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি জেলা প্রশাসক যশোর, মোঃ আশরাফ উদ্দীন এর উপস্হিতিতে অনুষ্ঠিত এসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর সদর আসনের জাতীয় সংসদ সদস্য, কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি পুলিশ সুপার যশোর, মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম বার।এবং আনসারও ভিডিপি জেলা কমান্ডেন্ট মকসুদ রসুল প্রমুখ।
এসময় যশোরের আট উপজেলার অন্তত তিন শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য উপস্হিত ছিলেন।