রবিউল ইসলাম মিটু, যশোর : মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি( এমএআইটি) যশোর ক্যাম্পাসের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বুধবার কলেজের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও নতুন উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক কুমারেশ চন্দ্র পাল, রেজিস্ট্রার নূর ইসলাম, বিভাগীয় প্রধান হুমায়ুন কবির মামুন, ফিরোজা আক্তার ও সাধান কুমার পাল বক্তৃতা করেন। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সাজ্জাদ হোসেন, হৃদয় অধিকারী ও মিলন হোসেন তাদের অনুভূতি ব্যক্ত করেন।