কয়রায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : প্লাবিত হওয়ার আশংকা

প্রকাশঃ ২০১৮-০১-১৮ - ১৬:১২

ইমতিয়াজ উদ্দিন, কয়রা(খুলনা) : পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা রত্নাঘেরির পাউবোর বেড়িবাঁধে ১শ ফুটের বেশী জায়গা হঠাৎ শাকবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহে আগে বেড়ি বাঁধের সিংহভাগ ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে। সেই থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলামের চেষ্টায় বেড়িবাঁধ রক্ষায় কাজ চলছে। তবে জরুরী ভিত্তিতে কার্যকরি ব্যাবস্থা গ্রহন করা না হলে গোটা এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে বলে জানিয়েছে এলাকাবাসি। শুধু ঐ অংশ না রত্নাঘেরির পাশে প্রায় ১ কিঃমিঃ এলাকা জুড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙনরোধে কার্যকরি ব্যাবস্থা নেওয়া না হলে আবারও আইলার মতো ঐ এলাকা ক্ষতি হতে পারে বলে আশংকা করছে এ জনপদের মানুষ। স্থানীয় ইউপি সদস্য গনেশ মন্ডল বলেন,রত্নাঘেরির বেড়িবাঁধ শাকবাড়িয়া নদীর ভাঙনে ঝুঁকিতে রয়েছে।গত বছর বাঁধের ভেতরের শ্লোভে পাউবো কর্তৃপক্ষ মাটির কাজ করেছিল কিন্তু আশানুরূপ মাটি ফেলানো হয়নি। যে কারণে দুর্বল বেড়িবাঁধটি আবারো ভেঙে এলাকায় লোনা পানি ঢোকার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী বলেন,ক্ষতিগ্রস্ত বাঁধের ভেতর দিয়ে মাটির কাজ করা চলছে।পাউবোর সেকশান কর্মকর্তা আবুল হোসেন বলেন,ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। জরুরী ভিত্তিতে ব্যাবস্থা গ্রহনের জন্য পাউবো উর্ধতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন,প্রশাসনের পক্ষ থেকে ভাঙনরোধে কাজ করানো হচ্ছে।পর্যায়ক্রমে সেখানে কাজ করার জন্য আরও সহযোগিতা করা হবে।