অভয়নগর (যশোর) প্রতিনিধি : নওয়াপাড়ায় কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলে ঈদ ই মিলাদুন্নবী ২০১৮ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান খান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত, বিশিষ্ট সমাজসেবক সামসুল ইসলাম, মুফতী মাওলানা আব্দুল্লাহ সাদী, শিক্ষক অহিদুজ্জামান, গোলাম রসুল, রবিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস জেড মাসুদ তাজ, সদস্য তারিম আহমেদ ইমন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু দাউদ। দোয়া অনুষ্ঠানের পূর্বে মিলাদুন্নবী উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।