তাপস কুমার বিশ্বাসঃ খুলনার ফুলতলা বেজেরডাঙ্গায় আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক মানের তাফসিরুল মাহফিল রোববার থেকে শুরু। প্রথম দিন ঢাকা গাজীপুরের হযরত মাওঃ আব্দুর রহিম আল মাদারী, ২২ জানুয়ারী সিলেট শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক এবং ২৩ জানুয়ালী শেষ দিনে কুষ্টিয়ার মুফতী আমির হামজা তাফসির পেশ করবেন। এবং প্রতিদিন ঢাকার কলরব শিল্প গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করবেন। এ ব্যাপারে আকিজ ফাউন্ডেশনের পক্ষে সেখ মোমিন উদ্দিন বলেন, বর্তমান সময়ে বিশে^র সকল মুসলমান সমাজ নির্যাতন, নিপিড়ন ও নিদারুন দুঃখ কষ্টে আছে। জাহিলিয়াতের অন্ধকার ঢাকিয়া দিয়াছে আমাদের সোনালী ভবিষ্যৎকে। প্রকৃত ঈমান আমলের দৌন্যদশা থেকেই আমাদের এই করুণ অবস্থা। তাই আমাদের এই মূহুর্তে দরকার পবিত্র কোরআন ও হাদিসের প্রকৃত জ্ঞান অর্জন। তাহলেই আমাদের মুক্তি। এ ছাড়া লাখো মানুষের বসার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।