নড়াইলে ট্রাকচাপায় নানী-নাতনি নিহত

প্রকাশঃ ২০১৮-০১-২৩ - ১৮:০২

নড়াইল : নড়াইল-লোহাগড়া-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানী-নাতনি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা ব্যাপি সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতরা হলেন-নানী মনোজা বেগম (৪০) এবং দুই বছরের নাতনি সাদিয়া। মনোজা বেগম নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-লোহাগড়া – ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে নানী ও নাতনি নিহত হয়েছে। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে আসছিলো