যশোর অফিস: ভৈরব নদের সব অবৈধ বাঁধ অপসারণসহ উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে যশোরের জেলা প্রশাসককে মঙ্গলবার সকালে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘কৈখালী এলাকায় ভৈরব নদ মুক্ত করার উদ্দেশ্যে উচ্চ আদালতে করা রিটের প্রেক্ষিত আদালত নদী ইজারা রহিত করার আদেশ দিয়েছেন। আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে অবিলম্বে ভৈরব নদের সংশ্লিষ্ট এলাকা ইজারামুক্ত করতে হবে।’
বলা হয়েছে, ‘আড়াআড়ি দেওয়া সব বাঁধ অপসারণ করে নদীকে নৌচলাচলের উপযোগী করতে হবে। বেআইনিভাবে কাটা পুকুরগুলো উচ্ছেদ করে নদীর জায়গা দখলমুক্ত করতে হবে। নদীর জায়গায় নির্মিত রাস্তা ও নদী ভরাট করে নির্মাণাধীন রাস্তা উচ্ছেদ করতে হবে।’
স্মারকলিপি প্রদানের উপস্থিত ছিলেন অধ্যাপক আফসার আলী, ইকবাল কবির জাহিদ, গ্রামবাসী শুকদেব মজুমদার, মো. জরিফ বিশ্বাস, মো. হাসান মোল্যা, মো. হবিবর খান, গোলাম রসুল, তুহিন হাসান প্রমুখ।