খুলনা : বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ধারাবাহিক ভাবে চলমান রাখার জন্য তাদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিভিল সার্জন অফিস, খুলনা কার্যালয়ে ১৯৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সকল সিএইচসিপি অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনুপম বিশ^াস, সাংগঠনিক সম্পাদক, ঢালী জাহিদ, বনমালী কুমার পাল, মোঃ আরাফাত হোসেন, মহিলা বিষায়ক সম্পাদক সাদিয়া আফরিন সোমা।
উক্ত অবস্থান কর্মসূচীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন, খুলনা জেলা শাখার সভাপতি উল্লেখ করেন, কমিউনিটি ক্লিনিক পরিণত হয় বিশ^ দরবারে তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানের রোল মডেল, এমডিজি অর্জনে ব্যপক ভুমিকা রাখে, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমে। গড়ে প্রায় প্রতিদিন ৫ লাখ লোখ এখান থেকে সেবা গ্রহণ করেন। এসডিজি অর্জনেও ব্যাপক ভুমিকা পালন করবে সিএইচসিপিগন। তাই প্রধানমন্ত্রীর নিকট তাদের আকুল আবেদন কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের চাকুরী রাজস্বে স্থানান্তরের মাধ্যমে কমিউনিটি ক্লিনিককে স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাবেন|