খুলনা : শিক্ষার্থীদের মাঝে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শন শেষে চলচ্চিত্রের কাহিনী নিয়ে প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর জানাতে পারলে পুরস্কার পাওয়া যাবে। এমন পদ্ধতিতে খুলনা তথ্য অফিস বৃহস্পতিবার ফুলতলা উপজেলার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। শেখ হাসিনা বিশেষ ১০ উদ্যোগ এর ব্র্যান্ডিং কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন। এসময় খুলনা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবালসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণকালে প্রধান শিক্ষক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে ১০ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম শিক্ষা সহায়তা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন। শিক্ষা গ্রহণ করে এবং নারীদের অগ্রাধিকারভিত্তিক সুযোগগুলো গ্রহণ করে নারীরা দেশ গঠনে এগিয়ে আসতে পারে।