খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর ‘খ’ সার্কেলের একটি টিম পৃথক অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাজাসহ তহুরা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এছাড়া লাইসেন্সবিহীন ডিনোচার্ড স্পিরিট বিক্রির অভিযাগে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও আটক মাদক বিক্রেতাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মো: আল মামুন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উক্ত সংস্থাটি খানজাহান আলী থানাধীন অভিযান পরিচালনা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম খানজাহানআলী থানাধীন গিলেতলা দক্ষিণপাড়া ৬নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের স্ত্রী তহুরা বেগমকে ৫শ’ গ্রাম গাজা সহ আটক করেন। এছাড়া পুরাতন কুয়েট রোডস্থ মেসার্স তন্ময় হার্ডওয়ারের মালিক শেখ মর্শিদুর রহমানকে ২০ লিটার ডিনোচার্ড স্পিরিটসহ আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন ভ্রম্যামান আদালত পরিচালনা করেন। এ সময় বিচারক গাজাসহ আটক মহিলা বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও লাইসন্সেবিহীন ডিনোচার্ড স্পিরিট বিক্রির দায়ে ওই হার্ডওয়ার মালিককে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।