পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার পল্লীতে ৪০ বছরের যাতায়াতের সরকারি রাস্তার ইট তুলে ঘেরা-বেড়া দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষ বাঁধতে পারে বলে আশংখা করছেন এলাকার সচেতনমহল।
জানা যায়, পাইকগাছা উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মোল্যা বাড়ীর দুটি গ্র“পের মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই সুত্র ধরে শুক্রবার সকালে মৃত আকাম মোল্যার পুত্র মাসুদ মোল্যা ২০/২৫ জনকে নিয়ে একই বাড়ীর বিল্লাল মোল্যা, রুহুল আমিন মোল্যা, নজরুল মোল্যা সহ একাধিক পরিবারের যাতায়াতের ৪০/৫০ বছরের সরকারি ইটের সলিংয়ের রাস্তাটির ইট তুলে ঘেরা বেড়া দিয়ে অবরুদ্ধ করার সময় প্রতিপক্ষ বিল্লাল গংরা বাঁধা দিতে গেলে মাসুদ মোল্যা তার লোকজন নিয়ে বিল্লাল গংদের উপর আক্রমন করে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় বিল্লালের স্ত্রী হোসনেয়ারা সহ ৪ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ সংবাদ থানায় পৌছালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অবরুদ্ধ রয়েছে কয়েকটি বাড়ী ও নজরুল মোল্যার রাইচ মিল। যেখানে কয়েকটি গ্রামের লোকজন ধান মাড়াই করতে আসে। বর্তমানে দুটি গ্র“প শক্ত অবস্থানে থাকায় যে কোন মূহুর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ বিষয়ে মাসুদ মোল্যা জানান, আমার পৈত্রিক সম্পত্তি এওয়াজে ভোগ দখল করছিলাম। এওয়াজের শর্ত ভঙ্গ হওয়ায় এখন এ জমি প্রতিপক্ষদের দেয়ার কোন সুযোগ নেই।