কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা শিশু একাডেমীর আয়োজনে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু একাডেমীর আবৃত্তি বিভাগের প্রশিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক কবি আনজীর লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল ইন্সটিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন ও যশোর জেলা শিশু বিষয়ক অফিসার সাধন কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, আরো বক্তব্য রাখেন শিশু সংগঠক আব্দুল মজিদ বড়ভাই ও শিশু একাডেমীর সঙ্গীত বিভাগের প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।