যশোর অফিস: সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন ও জনমত গঠনে প্রচার শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশের গড় আয়ু বেড়ে ৭২ হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি পায়নি। এতে শিক্ষিত তরুণরা বয়সের গ্যাড়াকলে চাকরিতে প্রবেশে বঞ্চিত হচ্ছে দাবি করে মানববন্ধনে চাকরি প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ও স্নাতক পর্যায়ের কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সভাপতি ইনসান হাসান রাজীব, সাধারণ সম্পাদক দেবানন্দ বসু, সদস্য আশরাফুজ্জামান স¤্রাট, অরবিন্দ দাস, উদয় মল্লিক, আখতারুজ্জামান সম্রাট প্রমুখ। সঞ্চালনা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী।