যশোর অফিস: যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সংস্কার ও উন্নয়ন সমিতি শনিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনারের পক্ষে ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম সংষ্কার ও উন্নয়ন সমিতি প্যানেল লিডার ডা. আবুল কালাম আজাদ লিটুর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় সংস্কার ও উন্নয়ন সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্কার ও উন্নয়ন সমিতির সদস্যরা হলেন, ডা. মো. আবুল কালাম আজাদ লিটু, শেখ রাকিবুল আলম জয়, মো. আবদুর রহমান কিনা, এস. নিয়াজ মোহাম্মদ, অ্যাড. শাহরিয়ার বাবু, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, মো. আবদুর রাজ্জাক, অ্যাড. দেবাশীষ দাস, মো. আবদুস সবুর চাকলাদার, এম. এম আকসাদ সিদ্দিকি শৈবাল, মুস্তাফিজুর রহমান মুস্তাক, এস.এম আজাহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, অ্যাড. চুন্নু সিদ্দিকী, রওশন আরা রাসু, এ.এম মহিউদ্দিন লালু, আবু সেলিম রানা (অ্যাড), মো. ইসহক (অ্যাড.) আহসান হাবীব পারভেজ, কবি কাসেদুজ্জামান সেলিম, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, আলমগীর হোসেন। মনোনয়নপত্র দাখিলের ব্যাপারে নিশ্চিত করেছেন প্যানেল লিডার ডা. আবুল কালাম আজাদ লিটু
উল্লেখ্য.আগামী ২৯ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাতিল, আপীলের উপর শুনানি ৪ ফেব্রুয়ারি, প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ৫ ফেব্রুয়ারিস মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ৭ ফেব্রুয়ারি, চুড়ান্ত প্রার্থীর তালিকা ৮ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।