কয়রা প্রতিনিধি: কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ কমিউনিটি ক্লিনিকের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ক্লিনিক সংলগ্ন মাঠে(ইউএসএআইডি)এর অর্থায়নে নবযাত্রা প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা কম্পোনেন্টের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় ক্লিনিকের জমিদাতা গাজী ইউনুছুজ্জামানের সভাপতিত্বে মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিসংখ্যানবীদ মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সুশীলন নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এম জহিরুল কাইয়ুম ও উত্তর মদিনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক জি.এম আকতারুল ইসলাম সৌরভ। ইউনিয়ন অর্গানাইজার অসিথ দেবনাথের সংঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখ কায়কোবাদ, মাওঃ রাশেদুজ্জামান, শাহজালাল হোসেন, সিদ্ধার্থ সরকার, সজল কুমার মন্ডল, শাহনেওয়াজ সরকার, শেখ আলমগীর হোসেন, মফিজুল ইসলাম গাজী, সাংবাদিক রফিকুল ইসলাম, উম্মে জয়নাব, প্রকৃতি গাইন, আনারুল ইসলাম ঢালী, আলমগীর হোসেন মিন্টু, আনারুল ইসলাম, শামিমুল হক। উল্লেখ্য জনগনের দাবীর প্রেক্ষিতে অতিথিবৃন্দ ক্লিনিকের যাতায়াত ব্যবস্থা, ভবন সংস্কার, বিদ্যুৎ ব্যবস্থা, ল্যাট্রিন নির্মান, টিউবওয়েল মেরামত ও নিরাপদ পানি সহ নিয়মিত সিজি কমিটির মিটিংয়ের মাধ্যমে সুষ্ঠভাবে ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহের ব্যপারে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের অঙ্গিকার করেন।