যশোরঃ যশোরে পৃথক ঘটনায় দুই নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তারা হলেন, যশোর উপশহর এ ব্লকের ইউসুফ সুজনের স্ত্রী কাকলি বেগম এবং যশোর সদর উপজেলার রামনগর গ্রামের অজয় সরকারের স্ত্রী দীপিকা সরকার। স্বজনরা জানান, কাকলি বেগম স্বামীকে নিয়ে তিনি পিতার বাড়িতে থাকতেন। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন কাকলি। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
দীপিকার পরিবার-সদস্যরা বলছেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। শনিবার বেলা ১২টার দিকে দীপিকা গলায় ফাঁস দেন। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
লাশ চারটির সুরতহাল তৈরি করেছেন এসআই অরুণকুমার। তিনি উল্লিখিতদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।