খুলনা : চাঁদা না পেয়ে খালিশপুরের আলমনগরে গৃহবধুকে পিটিয়ে পাঁ ভাঙ্গা ও তার ভাই আলমগীর হোসেনের চোঁখে মারাত্মক জখম করার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজুসহ নয় জনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৯ তারিখ ২৮-১-১৮ ইং। মামলা দায়ের হওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খালিশপুর থানার ওসি সরদার মোশারেফ হোসেন।
উল্লেখ, গত ২১ জানুয়ারী খুলনার খালিশপুরের আলমনগর এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতা আলমনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজুকে চাঁদা না দেয়ায় তার সন্ত্রাসী বাহিনীর হাতে দুই ভাই বোনের উপর হামলা চালায়। হামলায় চাঁদা না দেয়া সাহানা বেগমের পাঁ ভেঙ্গে দেয়, তার ভাই আলমগীর হোসেনের চোঁখে মারাত্মক আহত করে তারা। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন শাহজাহান হাওলাদারের কন্যা সাহানা বেগম (২৪) ও তার ভাই আলমগীর হোসেন (২৩)। আহত ভাই বোনদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাহানা বেগম বাদী হয়ে নাজমূল আলম নাজুকে ১নং বিবাদী করে মামলা করেন। মামলার অপর আসামীরা হলেন, মুন্সি কামরুল আলম, নাজুর পুত্র লিয়ন, জয়নাল, মোঃ জুয়েল, কালু হোসেন নাসিম, পারভেজ ওরফে চোরা পারভেজ, মোঃ ইসরাফিল ও মোঃ শামিমসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করা হয়। মামলা হলেও আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।