কেশবপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০২-০২ - ১৭:৫৯

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “নিরাপদ খাদ্যে ভরবে দেশ- সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ, ডাঃ পলাশ দে প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বণ্যাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।