প্রশাসনের নিষ্কিৃয়তায় নলিয়ানে ধাবাবাহিক দূর্ধর্ষ চুরি সংগঠিত

প্রকাশঃ ২০১৮-০২-০২ - ১৯:১১

দাকোপ প্রতিনিধি : দাকোপের নলিয়ান এলাকায় ধারাবাহিক চুরির অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে এক মুদি দোকানে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। প্রশাসনের নিষ্কিৃয়তায় ক্রমেই অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে চলছে। উদ্বিগ্ন এলাকাবাসী এ ব্যাপারে পুলিশের তৎপরতা কামনা করেছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন নলিয়ান গ্রামের মফেজ সানার মুদি দোকানে বৃহস্পতিবার দিবাগত রাতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়। চোরেরা ঝাপদরজার টিন কেটে হাত ঢুকিয়ে শিকল খুলে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা একটি ল্যাবটব মনিটর, এ্যামপ্লে, ২ কার্টুন সিগারেট, ১ হাজার টাকার মোবাইল কার্ড, ৬ পিচ স্প্রীড, নগত ২ হাজার টাকাসহ আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। গত কিছুদিন আগে প্রতিবেশী মেকার বাবুলের দোকান থেকে আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ছাড়া কালাবগী গেট বাজার থেকে আসলাম শেখের দোকান, শফিকুল খানের দোকান, বৃহস্পতিবাজারের একাধীক দোকানে অনুরুপ চুরি সংগঠিত হয়। ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর ধারনা কালাবগী গেটপাড়া এবং দক্ষিন নলিয়ানের সংঘবদ্ধ উঠতি বয়সি যুবকেরা এ কাজের সাথে জড়িত। সন্দেহভাজনদের ধরে জিজ্ঞাসাবাদ করলে চুরির তথ্য বেরিয়ে আসবে বলে ক্ষতিগ্রস্থরা মনে করে। ধারাবাহিকভাবে চুরি সংগঠিত হওয়ায় এলাকার ব্যবসায়ী মহল খুবই উদ্বিগ্ন। গত কিছুদিন আগে ব্যবসায়ী আসলাম শেখের দোকানে দফায় দফায় চুরি হওয়ায় দাকোপ থানায় লিখিত অভিযোগ করে। কিন্তু পুলিশের নিষ্কিৃয়তায় তার কোন পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় ওই চক্রটি ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এলাকাবাসী নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছে।