গৌতম সরকার কাঁকন : লবন সহিষ্ণু তরমুজ চাষে ব্যাস্ত সময় পার করছেন দাকোপের কৃষকরা। চাষবাস, বীজ সংগ্রহ আর জলের সরবরাহ নিশ্চিত করতে উৎসব মুখর পরিবেশে সারা দিনের কর্মচঞ্চলতা প্রতিটি কৃষক পরিবারে । লবনাক্ত আবহাওয়ার কারণে দাকোপের তরমুজের স্বাদ সারাদেশে আলোচিত । ব্যাপক চাহিদা রয়েছে গরমের এই ফলটির। দাকোপের বাজুয়া, কৈলাশগঞ্জ ও দাকোপ ইউনিয়নে লাভ জনক এই চাষে সম্পৃক্ত হয়েছেন অগনিত কৃষক । সার্বক্ষণিক ভাবে উপজেলা কৃষি দফতর তদারকি করছেন এ সকল কর্মকান্ড । বীজ সার কীটনাশক সরবরাহে কোন খামতি নেই বলে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোসাদ্দেক হোসেন জানান । কিন্তু অধিকাংশ সরকারি খাল ও জলাশয় স্বার্থান্মেষী মহল দ্বারা দখল হয়ে যাবার কারনে জল সরবরাহ প্রতি বছরের ন্যায় অত্র মৌসুমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মত প্রকাশ করেন তিনি । স্থানীয় প্রতিনিধি গন বিষয়টি জেনেও না দেখার ভান করেন। কারন নির্বাচনে ভোটের বিষয়টি তাদেরকে মাথায় রাখতে হয়। খাল ও জলাশয় দখল মুক্ত, লীজ প্রদান বন্ধ আর সংস্কার করা হলে দাকোপের কৃষি বিপ্লবে খুলে যাবে সম্ভাবনার নতুন দিগন্ত বলে মত প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সুধীজন ।