স্কুল সভাপতির বিরুদ্ধে গৃহবধূর শালীনতা হানীর চেষ্টার অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০২-০৩ - ২০:২৫

যশোর অফিস:  মনিরামপুরের লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে এক গৃহবধুর সাথে জোরপূর্বক অনৈতিক কাজের চেস্টা করেছেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসাদ নেহালপুর গ্রামের সাহাবুল গাজীর ছেলে। এদিকে অনৈতিক কাজ করতে গিয়ে লখাইডাঙ্গা স্কুলের সভাপতি আসাদ ধরা খেয়েছেন এমন সংবাদ এলাকায় বেশ চাউর হয়েছে।

অভিযোগকারী গৃহবধূর দাবি, ‘তার মেয়ে পূর্বে যশোরে একটি এনজিওতে কাজ করতেন। আসাদ তখন ওই সংস্থার অডিট অফিসার ছিলেন। সেই থেকে আসাদের সাথে তাদের পরিচয়। সম্প্রতি তার মেয়েকে ইন্ডিয়ায় নিয়ে বিয়ে দিয়েছেন। আর আসাদও চাকরি ছেড়ে গ্রামে আসেন।

দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে,  আসাদের সাথে পরিচয়ের প্রথম থেকে সে বিভিন্ন সময়ে তাকে মোবাইল ফোনে অনৈতিক কথাবার্তা প্রস্তাব দিতেন। এমনকি তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে আসার চেষ্টা করতেন। গত শুক্রবার সকাল দশটার দিকে একইভাবে ওই মহিলার স্বামী বাড়ি নেই জানতে পেরে আসাদ ওই বাড়িতে আসেন। ওই মহিলাকে ঘরের মধ্যে একা পেয়ে আসাদ তার ওপর ঝাঁপটে পড়ে। এসময় তিনি কৌশলে আসাদের হাত থেকে বের হয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে আশপাশের লোক ডাকেন। তারা এসময় ঘরের দরজা আটকে দেয়।  আসাদের আটকের খবর পেয়ে তার গ্রামের লোকজন এসে ওই মহিলাকে ভয়ভীতি দেখিয়ে বেলা তিনটার দিকে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এসময় আসাদ তার মোবাইল ফোনটা ফেলে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় এক গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ভিডিও বক্তব্য ধারণ করেন। যা এই প্রতিবেদকের কাছে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে লখাইডাঙ্গা হাই স্কুলের এক শিক্ষক ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ মুঠোফোনে বলেন,‘ ঘটনাটি সম্পূর্ণ বায়োয়াট,ভিত্তিহীন এবং সাজানো।’ মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রহমান বলেন,‘ লখাইডাঙ্গা গ্রামের এক মহিলার এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।’