বটিয়াঘাটা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ আই টু প্রকল্পের মূখ্য সমন্বয়কারী ও সাবেক মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, পর্যটনকেন্দ্র সুন্দরবন ঘেঁষা শেখ রাসেল ইকোপার্ক হতে পারে একটি মিনি সুন্দরবন। সুন্দরবন যেমন দর্শনপিঁপাসুদের জন্য একটি মনের খোঁরাক, তেমনি এটি পূর্নাঙ্গ ইকোপার্ক হলেই তাদেরও জন্য তদ্রুপ মনের খোঁরাক জোগাবে। জেলা প্রশাসনের এ মহতী উদ্যোগে পূর্নাঙ্গ রুপ নিলেই বৃহত্তর এ অঞ্চলের মানুষের চিত্তবিনোদনের স্থান বেছে নিতে তারা এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। তিনিরবিবার বিকাল ৪টায় বটিয়াঘাটার মাথাভাঙ্গা মৌজায় নবনির্মানাধীন শেখ রাসেল ইকোপার্কে পরিদর্শনে এসে এ কথা বলেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব পত্নী, বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(এলএ) মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, এসিল্যাল্ড শেখ মহি উদ্দিন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।