ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই অপরাধীর সাজা

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ২০:২৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবী ও এক ভুয়া ইউনানী চিকিৎসক’কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা-বান্দা গ্রামের মৃত কাঙ্গাল মন্ডলের ছেলে বিদ্যুৎ মন্ডলকে (৩২) মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৬ (১) ধারা মোতাবেক ৭(১) ধারার বিধানমতে এক মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া উপজেলার আঠারোমাইল বাজারের ভুয়া ইউনানী চিকিৎসক সাতক্ষীরা জেলার নেবাখালী এলাকার আব্দুর রাজ্জাক সরদারের ছেলে রাজু আহম্মেদ সরদারকে (২৯) ১০ দিন বিনাশ্রম কারাদন্ড দেন। সে সরকারী নিয়ননীতি না মেনে আঠারোমাইল বাজারে অবস্থান নিয়ে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা করে আসছিল। ওই অপরাধে ১৯৮৩ এর ৩২(১) ধারার বিধানমতে এ রায় প্রদান করেন।