ফুলবাড়ীগেট(খুলনা) : পরিবশে অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীমের একটি দল বুধবার বিকাল সাড়ে ৪টায় ফুলাবাড়ীগেট বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে টীমটি গোপন সংবাদের ভিত্তিতে বাজারের মনির ষ্টোরে অভিযান চালিয়ে দোকানে থাকা তিন বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে। দোকানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত মনির ষ্টোরের মনিরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তাদের কাছে সংবাদ আছে মঙ্গলবার রাতে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন ফুলবাড়ীগেট বাজারে ঢুকেছে। এই তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হলো। তিনি অভিযানে সাথে থাকা বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীকে বাজারের দোকানদারদের সচেতন করতে মাইকিং সহ সকলকে সচেতন করতে বন্ধের দিন সেমিনার করার আহবান জানান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।