যশোর অফিস: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘প্রতিহিংসামূলক’ কারাদন্ড দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে বিএনপি।
দলটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিককে জানান, রায় ঘোষণার পর পরই দুপুরে জেলখানার কাছ থেকে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী আজম ও জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না।
অন্যদিকে, একই সময়ে রেলগেট এলাকায় প্রতিবাদ মিছিল বের করে বিএনপি। এই মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুবদল নেতা আজিজুর রহিম শিশির, এম তমাল আহমেদ, ওয়াসি আহমেদ উজ্জ্বল, সউদ আল রশিদ ড্যানি প্রমুখ ছিলেন।